গ্রামে বা শহরে সন্তান জন্ম নিলে হিজড়াদের দেখা মেলে। নেচে-গেয়ে বকশিস নিয়ে যায় তারা। রাস্তা, বাস-ট্রেন, দোকান-বাজার থেকে টাকা উঠিয়েই জীবন চলছে তাদের। উপর্জনের পথ হিসাবে যৌনকর্মীও হয়ে ওঠে তারা। সমাজ হিজড়া জনগোষ্ঠীকে এখনও বাঁকা চোখে দেখে। কিন্তু তাদেরও যে মানবিক অনুভূতি আছে এবং নাগরিক অধিকার আছে মূল্যায়ন নেই এখানে।
...বিস্তারিত