রাজধানীতে ঘুমন্ত অবস্থায় অজ্ঞাত এক তরুণের (২০) প্রাণ কেড়ে নিয়েছে একটি ট্রাক। শাহবাগ থানাধীন বাংলামোটর এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ফুটপাতে ঘুমিয়ে ছিলেন ওই তরুণ।
একটি লরি অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। তখন ট্রাকটি ওই যুবকের ওপর ওঠে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোর ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরনে ছিল কালো প্যান্ট।
শাহবাগ থানার এসআই আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় লরি ও ট্রাক আটক করা হয়েছে। তবে চালকরা পালিয়ে গেছে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পাশাপাশি নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।