আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আজকের এই দিনে আজ থেকে ৫০ বৎসর আগে আমার মায়ের গর্ব থেকে জন্মগ্রহন করেছিলাম ।
আজকের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্বরন করতে চায় আমার মা বাবাকে যাদের কারনে আমি দুনিয়ার আলো দেখতে পেয়েছিলাম,,আজ তারা দুনিয়াতে নেই, তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার মা বাবাকে জান্নাত দান করেন।
৫০ বৎসর পার হয়ে ৫১ বৎসরে পদার্পন করলাম ।
এর ভিতরে হয়তবা আমি অনেক কে অনেক ভাবে কষ্ট দিয়েছি, অনেকের কথা রাখতে পারিনি, সবাই আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন ।
রাজনীতি জীবনে বা ব্যাক্তিগত জীবনে আমি যদি কাওকে আঘাত করে থাকি তাহলে ক্ষমা করে দিবেন ।
রাজনীতি জীবনে আমি সবসময় চেষ্টা করেছি আমার ভালবাসা ও সাহায্য দিয়ে জনগনকে ভাল রাখতে ।
বিশেষ করে আজকে আমার জন্মদিনে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে বিশ্বের সকল মানুষকে আল্লাহ তআলা যেন মহামারী করুনা ভাইরাস থেকে হেফাজত করেন ।
এবং আমার ইউনিয়ন বাসিকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে ।
আপনারা যেভাবে আমাকে ভালবেসে রেখেছেন বাকিটা জীবনেও আপনারা এভাবে ভালবেসে যাবেন ।
৪ নং বড়দল উঃ ইউনিয়ন বাসির কাছে আমি চির ঋণি হয়ে থাকব আপনারা আমাকে যেইভাবে ভালবেসে রেখেছেন ও সবসময় পাশে রেখেছেন ।
আপনারা সবসময় দোয়া করবেন আমি যেন আমার বাবার মত করে আমার ইউনিয়ন বাসির পাশে থাকতে পারি ।আপনাদের ভালবাসায় আমার সামনের পথচলা ।
সবাই ভাল থাকুন-সুস্থ থাকুন,
ঘরে থাকুন, নিরাপদ থাকুন ।
শুভেচ্ছান্তেঃ জামাল উদ্দিন
সাবেক চেয়ারম্যান ও সভাপতি বড়দল উঃ ইউনিয়ন আওয়ামীলীগ শাখা ।