সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষিসম্প্রসারণ অফিসের উদ্যোগে -খরিপ-২/২০২০-২১ মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদণার কর্মসূচীর আওতায় বিনামূল্য মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে ।
বুধবার (২সেপ্টম্বর) সকালে সদর কৃষিসম্প্রসারণ অধিদপ্তর হতে সদরের ১০টি ইউনিয়নের ৯০০জন প্রান্তিক কৃষকদের মাঝে মাসকালাই বীজ ৫- কেজি , ড্যাব সার-১০ কেজি, পটাশ সার ৫-কেজি প্রতিজনের মাঝে বিনামূল্য বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এতে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান,এস,এম নাসিম রেজা নুর দিপু ,মহিলা ভাইস-চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা।
সঞ্চালনায় ছিলেন, সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ রোস্তম আলী।
এ সময় সদর কৃষিসম্প্রসারণ অফিসার শর্মীষ্ঠা সেন গুপ্তা সহ অন্যান্য কৃষি কর্মকর্তা -কর্মচারি গন উপস্হিত ছিলেন।