পাইকগাছায় বাগদা চিংড়ী ও উন্নত চিংড়ী চাষ ব্যবস্থাপনা বিষয়ক পৃথক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার দক্ষীণ সলুয়ায় এবং রোববার হাবিবনগরে উপজেলা মৎস্য দপ্তর পৃথক এ প্রশিক্ষণের আয়োজন করে।
উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সম্প্রসারণ কর্মকর্তা অসিত সরকার, ক্ষেত্রসহকারী রণধীর সরকার ও আল- আমিন। পৃথক প্রশিক্ষণে ৪০জন চিংড়ী চাষী অংশ গ্রহণ করে।