চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে।
বৃহস্পতিবার (২৬ শে নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা।
বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন আয়োজিত কর্মবিরতি কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ইব্রাহিম হোসেন, সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রাকিব রাইহান, স্বাস্থ্য পরিদর্শক আজহারুল ইসলাম ও সুলতানা ইয়াসমিনসহ অন্যরা।
বক্তারা, নিয়োগবিধি সংশোধন’সহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণের জোর দাবি জানিয়েছেন।