কেশবপুরে ১ডিসেম্বর শিশু (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে থানার পুলিশ। থানার সূত্রে জানা গেছে উপজেলার ভোগতীনরেন্দ্রপুর গ্রামে একটি শিশুটিকে পাখির বাচ্চা ধরে দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে বায়সা গ্রামের মৃত রফিকুল সরদারের ছেলে মাসুম বিল্লাহ (২৫)কে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে এলাকাবাসী। আটক যুবকের ২ডিসেম্বর আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান সাংবাদিকদেও বলেন, শিশুটির বাবা বাদি হয়ে মাসুম বিল্লাহের বিরুদ্ধে থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেছেন।