মান্দা মমিন শাহানা সরকারি কলেজের প্রভাষক মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের ছোটবেলালদহ গ্রামের শামীম চৌধুরী বেশ কিছু দিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। পরবর্তীতে তিনি চিকিৎসকের পরামর্শে নিয়মিত ডায়ালাইসিস করতেন। তার কিডনি বেশি অকেজো হয়ে পরলে তাকে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন তারই ফুপাতো ভাই একই গ্রামের মোঃ সাগর হোসেন। ২ ডিসেম্বর ঢাকা কিডনি ফাউন্ডেশন হাসপাতালে তাদের অপারেশন হয়। তারা এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। উল্লেখ্য এই চৌধুরী পরিবারে আগেও ভাইয়ের জীবন বাঁচাতে ২০০০ সালে মরহুম আলম চৌধুরীকে তারই আপন ছোট ভাই সেলিম চৌধুরী কিডনী দিয়েছিলেন। পরবর্তীতে ২০১৯ সালে আলম চৌধুরী মৃত্যুবরণ করেন। ভাইয়ের জীবন রক্ষায় এভাবে সাহসিকতার সাথে উদারতার পরিচয় দেওয়ার নজির এখন খুব কম। তারা সকলের কাছে দোওয়া চেয়েছেন।