আসন্ন ৩য় ধাপে নওগঁার ধামইরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড নির্বাচনে সময়ের উপযোগী কাউন্সিলর প্রার্থী হিসেবে তরুণ ছাত্র নেতা মেহেদী হাসানের নাম সবার মূখে মূখে। সদ্য ব্যবহার ও হিংসা-বিদ্বেশহীন, শিক্ষানুরাগী, সামাজিক উন্নয়ন মূলক কাজে সবার পাশে দাড়িয়ে ব্যাপক সুনাম অর্জনের সহিত মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন তিনি। আগামী ৩০ জানুয়ারী নির্বাচনে সকলের সম্মলিত প্রচেষ্ঠায় বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদি।
জানা গেছে, তরুণ ছাত্রনেতা ধামইরহাট পৌর পুলিশিং কমিটি, ধামইরহাট কিন্ডার গার্টেন আ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রাণের হাসির সাধারণ সম্পাদক, দেখাবো আলোর পথের সভাপতি ও ধামইরহাট আইটি একাডেমির পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন।
উপরিক্ত সামজিক সংগঠনগুলো থেকে অসহায়, গরিব, দুস্থ মানুষের মাঝে বিভিন্ন ধরনের সহযোগীতা এবং সংগঠনের পাশাপাশি ব্যক্তিগত তলবিল থেকে সমাজিক,সাংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগীতা করে মলমত নির্বিশেষে ব্যাপক আলোচনা এবং সকলের আস্থাভাজণে পরিণত হয়েছে। তিনি এলাকার গ্রাম্য চিকিৎসক খ্যাত আব্দুর ছাত্তার মন্ডলের ছোট ছেলে।
কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান জানান, শৈসবকালের পর থেকে যখন ভালো-মন্দ বুঝতে শিখেছি তখন থেকেই একটা ইচ্ছা নিজের মধ্যে কাজ করছিল তা হচ্ছে মানুষের সেবা করার। সেই লক্ষে মানুুষের পাশে দাড়িয়ে কাজ যতটুক পেরেছি করার চেষ্টা করেছি। আগামীতে করতে চাই সেজন্য সকলের দোয়া কামনা করছি।