বিষাদে ভরা ২০ সালের
ঘটলো অবসান,
নতুন বছরে, নতুন কিছুতে
ভরে যাক প্রাণ,,,,,,,!!
নতুন কিছু মানেই নতুন কিছু করা,নতুন কিছু পাওয়া আর নতুনত্ব থেকে শিক্ষানীয় বিষয়গুলো খুঁজে বের করে শিক্ষার কোঠায় তা আবদ্ধ করে রাখা। প্রতিটি নতুনত্বের মাঝেই ছড়িয়ে ছিটিয়ে থাকে শিক্ষার এমন কিছু উপকরণ যা মানুষকে মরীচিকার মতো হাতছানিয়ে ডাকতে থাকে,তবে উপলব্ধির ধারণ ক্ষমতা কম বলেই অধিকাংশ মানুষ তা থেকে বঞ্চিত থাকে!!
নতুন পথের যাত্রী হয়ে পিছনের পথ ভুলা যেমন সমীচীন নয়, ঠিক তেমনই নতুন বছর লাগালে পেয়ে পুরনো বছরটি ভুলা মোটেও ঠিক নয়। কারণ সামনের দিনগুলো থেকে শিক্ষা গ্রহণ করার জন্য পিছনের দিনগুলোতে রয়েছে শিক্ষার যথেষ্ট উপকরণ!!
নতুন বছর পেয়ে খুশিতে আত্নহারা না হয়ে পিছনের দিনগুলোতে চোখ বুলিয়ে দেখা উচিত যে, কত অন্যায় -অবিচার, জুলুম -নির্যাতন আর অপকর্ম সম্প্রাদিত হয়েছে আমার দ্বারা !! হিসাবের খাতাটা একটি বার চুকিয়ে দেখা দরকার, বিগত বছরের কত দিন কেটেছে আমার সৎকর্মে আর কত দিন ছিলাম আমি অন্যায়ের বেড়াজালে আবদ্ধ।
হিসাব না চুকে যেমন ব্যবসায় লভ্যাংশ খুঁজে পাওয়া যায় না, ঠিক তেমনি নতুন – পুরার আর ভালো – মন্দ উলোট পালোট না করে দেখলে উন্নতি আর অবনতি বোধগম্য হয় না।
কবির ভাষায় বলতে হয়,,,,,,
মানবকূলের সর্বনিকৃষ্ট সেই ব্যক্তি যার গতকালের তুলনায় আজকের দিনটি অধিক ক্ষতিগ্রস্ত!!
মোট কথা, প্রতিদিনই আমাদের এমন কিছু শিখা আর করা উচিত যা আমাদের জীবনে সুফল বয়ে আনবে। যা আমাদের উভয় জাহানে কল্যাণকর হবে।
পপরিসমাপ্ত,,
গতকালের তুলনায় আজ আমি বিজ্ঞ আর আগামীকালের তুলনায় আজ আমি অজ্ঞ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
সুলাইমান বিন আব্দুল মুত্তালিব
শিক্ষার্থী, টাংগাইল জামিয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মাদ্রাসা