তার পাশে যখন অন্য কাওকে
আমি সহ্য করতে না পারি..
সে তখন বলে আমি তাকে সন্দেহ করি!
সে হয়ত জানেই না আমার মত এত যত্ন করে তাকে আর কেও বিশ্বাসই করতে জানেনা
সন্দেহই যদি করতাম!
তবে তো কবেই তারে ত্যাজিতাম
ভালোবাসি রে .
ভীষণ ভালোবাসি.
ভুল বুঝিস না,
নয়তো পরে দুমড়ে মুচড়ে ছাই হয়ে মরবি
এ আমার অভিশাপ নয়!
এ আমার দীর্ঘশ্বাস
আসাধারন।।।