জানো সেই আগের মতো রাত টা আর কাটেনা,
মাঝে মাঝে দমবন্ধ হয়ে আসে।
সব কিছু কেন জানি বিরক্ত কর হয়ে যায়,
কিছুই ভালো লাগেনা, এই বিরক্তকর জীবন টাও না।
নিজেকে সবার থেকে আলাদা করে নি,
একা একা বসে সৃতি গুলে কল্পনা করি, আর ভাবি
যদি আগের দিন গুলো আবার ফিরে পেতাম।
মাইল এর পর মাইল হাত দরে এক সাথে হাটতে পারতাম,
যানো সৃতি গুলো বড্ড বেহায়া
যতো ভুলে থাকতে চায়,
আরো বেশি মনে পড়ে যায়,
দেখা হয়না অনেক দিন সেই দিঘি
যেখানে বসে তুমি বলতে,
এই দেখো এ পাশে থেকে দিঘিটা খুব সুন্দর দেখা যায়,
ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা দেওয়া আর হয়না,
বলা হয়না সেই বিরক্তকর কথাটা
আজনা ছুটির দিন চলোনা কোথাও ঘুরতে যায়,
তার পর জগরা বাহানা খুঁজতাম না যাওয়ার,
তুমি খুব বলতে,,,,
দেখবে যে দিন আমি থাকবোনা,,,,
খুব মিস করবা,
ঘুরতে ইচ্ছে করবে,
চটপটি খেতে যেতে ইচ্ছে করবে
তখন আমি আর থাকবেো না,
বলার মতোও কেউ থাকবেনা,
সত্যি বলতা এখন বড্ড মনে পরে তোমায়,
কারণে অকারণে
সত্যি অনেক বেশি ভালোবাসি তোমায়
সেটা হয়তো বলা হবেনা
অনেক মিস করি,,,,
🥰🥰🥰
অসাধারণ
দোয়া ও শুভ কামনা রইলো 🌹🌹