সমাজ ও ধর্মীয় উন্নয়নমুলক মানবিক সংগঠন বাংলাদেশ বৌদ্ধ নবজাগরণ ফাউন্ডেশন’র উদ্যােগে ও আয়োজনে দোহাজারী পৌরসভাধীন জামিজুরী গ্রামের কোমলমতি শিক্ষার্থীদেরদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও বৈকালিক সংঘদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ভদন্ত বোধিমিত্র স্থবিরের সভাপতিত্বে।
বৈকালিক সংঘদানে উপস্থিত ছিলেন ভদন্ত রত্নানন্দ থেরো ও ভদন্ত সুমনালংকার থেরো, এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ নবজাগরণ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ভদন্ত বিনয়মিত্র ভিক্ষু ।
বৈকালিক সংঘদান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাবু সুজয় বড়ুয়া , বাবু তন্ময় বড়ুয়া ও কৃৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষক বাবু উজ্জ্বল বড়ুয়া।
সভায় সকলে কোমলমতি শিক্ষার্থীদের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাবু সুজয় বড়ুয়া , বাবু তন্ময় বড়ুয়া ও কৃৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষক বাবু উজ্জ্বল বড়ুয়া। সভায় সকলে কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবক দের উদ্দ্যেশ্য করে বলেন তাদের সন্তানদের যাতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে এবং মানবিক গুণসম্পন্ন করে তোলে।
বাংলাদেশ বৌদ্ধ নবজাগরণ ফাউন্ডেশন এর জন্য সকলের কাছে আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন সংগঠনের কর্মীবৃন্দ। পরিশেষে জল ঢেলে পূণ্যদান করে অনু্ষ্ঠানের সমাপ্ত করা হয়।