প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আওতায় আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা পটুয়াখালী জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে ও জেলা প্রশাসন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউটের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইসরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতি এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মুকিত হাসান খান, জেলা আওয়ামীলীগ নেতা সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা, সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ সুমন কুমার বালা। এছাড়া বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইয়েদুজ্জামান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, এনজিও পিডিও এর পরিচালক মোঃ নজরুল ইসলাম, এসডিও এর নির্বাহী পরিচালক কে.এম এনায়েত হোসেন, সাংবাদিক আরিফ হোসেন প্রমুখ।
এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল সহ জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।