মানতাসা মহুয়াঃ
আমি তোমারি প্রয়াসে অনন্ত জীবনের প্রতীক্ষায়
আর তুমি শুভ্র মেঘের পেঁজা তুলোর মতো,
আকাশের বুকে অনুভূতির স্তুপ গড়ো।
দিন শেষে বৃষ্টি হয়ে ঝড়ো
আমারই আঙিনায়।
তুমি কি আমায় খুঁজছো?নাকি অন্য অস্তিত্বে অনুভূতি কুড়াচ্ছো!
তুমি হয়তো ভুলে গেছো আমিই তোমার পরিণতি
আর তুমি!
অন্যের কাল্পনিকতায় ক্ষনস্থায়ী অনুভূতি উপলব্ধি করছো
কষ্ট পাচ্ছো ক্ষণে ক্ষণে, কিছু আবেগময়ী মুহূর্তের বিনিময়ে
এইদিকে, আমি তোমারই প্রতীক্ষায়।
এমনই এক শরৎ এ তোমার আসার কথা
এক মুঠো শিউলি হাতে।
আবেদনময়ী কথা গুলো শুনার কথা আমার
কিন্তু আজও তোমার কোনো খুঁজ নাই
আর আমি তোমারই প্রয়াসে, তোমারই প্রতীক্ষায়।
তুমি যাকে তোমার আবেগ,সত্তা দিয়ে রেখেছো ক্ষণস্থায়ী কামনায়
সে তোমার নয়’কো অন্যের পরিণতি,অন্য কেউ তার প্রতীক্ষায়
কিন্তু তুমি তা বুঝতে চাও না,আঘাত পেয়ে বলো “ভালোবাসা বলে কিচ্ছু হয় না”
কিন্তু আমি যে তোমারই প্রতীক্ষায়, আদৌ তুমি তা জানো না
তুমি এক মিথ্যে ছায়ার সত্য আশ্রয় সন্ধানে মত্ত
আমি সেই সত্য ছোঁয়ার অমিয় ধারা,তোমারই হৃদয় সুপ্ত।
এই, সেই তুমি বলবে আমায়
“হ্যাঁ, রাগিনী তনয়া তুমি আমার পরিণতি
তুমি থেকো আমার শেষটায়
তোমাকেই আমি অজস্রবার চাই
খুব ভালোবাসি তোমায়”
আমি এই অনুভুতি অনুভবের জন্য তোমারই প্রতীক্ষায়
হ্যাঁ,আমি তোমারই পরিণতি
আমিই তোমার ইতি
আমি তোমারই হৃদয় মাঝে সুপ্ত ভালোবাসায় লালিত
সেই তনয়া
তোমার পরিণতি হয়ে, অস্তিত্ব নিয়ে বেঁচে আছি তোমারই প্রতীক্ষায়।
সুন্দর কবিতা।