নড়াইলে ডেঙ্গু’র প্রতিকার ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৩ জানুয়ারী) সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেন।
বক্তব্য দেন মেডিকেল অফিসার ডাঃ অনিন্দিতা ঘোষ, ডাঃ সৈয়দ শফিক তমাল। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ফোরকান আলী,জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ইউনুচ আলীসহ জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
বক্তরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ও প্রতিকারে নিজ দায়িত্বে ঘর বাড়ি ও অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাসাবাড়ির ভেতরে বা বাইরে কোথাও কোনোভাবেই পানি জমতে দেয়া যাবে না। ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সারা বছর কাজ করে যেতে হবে। এটি সামাজিক আন্দোলনে রূপ দিলেই এই রোগ প্রতিরোধ করা যাবে। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ে বক্তারা বলেন, সেখানে সেখানে কফ থুতু ফেলা যাবে না। হাতদিয়ে নাক,মুখ ও চোখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। ঘন ঘন দুই হাত সাবান দিয়ে ২০ সেকেন্ড যাবৎ পরিস্কার করতে হবে।#