আমি চাইনা কারো প্রিয় মানুষ হতে,
আমি চাইনা কারো আপন হতে।
আমি চাইনা কারো ভালোবাসার মানুষ হতে,
আমি শুধু চাই মহান আল্লাহর একজন প্রকৃত বান্দা হতে।
আমি হতে চাই আমার প্রিয় নবি
হযরত মুহাম্মদ (সঃ) একজন প্রিয় উম্মত হতে,
হতে চাই একজন আদর্শ মানুষ হতে।
হতে চাই সেই মা ফাতেমার মতো ভালো উপদেশ করী হতে।
আমার জন্য,আমিই যথেষ্ট অন্য কেউ লাগেনা,
মনের মতো করি কাজ ইচ্ছে হলে দিয়ে যাই সাজ।
ইসলামের ভালোবাসার কারুকাজ।
কেউ কিছু মন্তব্য কিছু নিয়ে মন্তব্য করুক না কেন,
আসবেনা আমার কোন মনে কোন লাজ।
কে কি মন্তব্য করবে এইসব নিয়ে,
আমার কিছু যায় আসে না।
আপনার লেখা সবাই না পড়লে মন্তব্য না করলেই আপনি অনেক কিছু জানতে পারবেন না। বাংলা সাহিত্যের অনেক দিক নির্দেশনা আছে। মানুষ একে অপরের উপর নির্ভরশীল। যাইহোক আপনার লেখা মন্তব্য করা থেকে বিরত থাকব। মানুষের প্রতি সহানুভূতিশীল হন। আপনার লেখার সঠিক না হলে বাংলা একাডেমির বই প্রকাশ হলে বিচারকের দৃষ্টি সঠিক গ্রহণ না করতে পারলে
আপনি দুর্জয় কে জয় করতে পারবেন না।
ধন্যবাদ ভাল থাকেন