সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলাধীন ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের মোঃ মিজানুর রহমান জদ্দার এর ১০ মাস বয়সের শিশুকন্যা হৃদরোগে আক্রান্ত মোছাম্মৎ আনিসা পারভিন বাঁচতে চায়। বর্তমানে শিশুটির হার্টে ছিদ্র দেখা দিয়েছে এবং হার্ট অপেক্ষাকৃত বড় হয়েছে।
চিকিৎসাধীন ডাক্তার বলেছেন এক মাসের ভিতরে অপারেশন করাতে হবে। আর তা না হলে শিশুটিকে বাঁচানো সম্ভব নয়। চিকিৎসকের বর্ণনা অনুযায়ী তার চিকিৎসা বাবদ প্রায় তিন লক্ষ টাকা খরচ হবে। কিন্তু চিকিৎসার তিন লক্ষ টাকা জোগাড় করা আনিসার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
তার পিতা মিজানুর রহমান জদ্দার একজন অসহায় দিনমজুর। তার পক্ষে এই খরচের টাকা জোগান দেওয়া একেবারেই অসম্ভব। ফলে শিশুটির চিকিৎসার কথা ভেবে অনিদ্রা ও দুশ্চিন্তায় দিন কাটছে তার পরিবারের।
এই অসহায় ও নিষ্পাপ শিশুটিকে বাচাঁতে সমাজের বিত্তবান সহ সকলের কাছে মানবিক সাহায্যের আবেদন করেছেন তার পরিবারের সদস্যরা।
শিশুটিকে অর্থনৈতিক সাহায্যের জন্য তার পিতা মোঃ মিজানুর রহমান, মোবাঃ নং- ০১৯৬৭৫৬৭৩৫৪ এই ঠিকানায় যোগাযোগ করতে এবং প্রয়োজনে এই বিকাশ নং ০১৯২৮২৬৪৬৬৭ (পার্সোনাল) এ সহযোগীতা করার অনুরোধ জানানো হয়েছে।