ভুল হয়ে যাক
কথা রয়ে,
স্মৃতি হয়ে থাক
অতৃপ্ত আত্মা মুক্তি পাক।
প্রার্থনা তে তা চাওয়া পাপ
বাস্তবতায় তো মহাপাপ
তবুও অতৃপ্ত আত্মা মুক্তি পাক
হত্যা হউক অতৃপ্ততার তবু নয় স্ব হাতে
খুন হওয়া চাই অতৃপ্ততার
নয় উৎসাহিত বাক্যে
খুন হওয়া চাই স্থায়ীভাবে
চাই আত্মার মুক্তি, হতাশা তো নিত্যসঙ্গী
সান্ত্বনা থাক সুপ্ত তা ক্ষণস্থায়ী জানি
তাই খুন চাই খুন,অতৃপ্ততার খুন
যেখানে খুনী হবে সুমহান শুভাকাঙ্ক্ষী
আর আটকে রাখবে হাজার স্মৃতি।
কিন্তু খুনি কে হবে!