জাতীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, সম্পাদক, সদস্যদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ঢাকাস্থ প্রধান কার্যালয়ে স্বাস্থ্যসেবা বিষয়ক মানবাধিকার পর্যবেক্ষন সভা ও করোনাকালীন জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থেকে সেবাপ্রদানকারী অত্র সংস্থার মানবাধিকার কর্মীদের সম্মাননা প্রদান শনিবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী,বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী
এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ও বাংলাদেশের বিশিষ্ট হোমিও গবেষক ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় সহকারী পরিচালক সাংবাদিক সাইফুল ইসলাম চৌধুরী সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ’র পরিচালক বৃন্দ।