ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় সারা দেশের ন্যায় শতাধিক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আজ সকাল ১০.৩০ মি. এ একযোগে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
ভার্চুয়াল উদ্বোধনের মধ্যদিয়ে হালুয়াঘাট উপজেলার অডিটোরিয়াম এ উপজেলার ১০০ ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘরের দলিল পত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. রেজাউল করিম।
এসময় বিশেষ অতিথি ছিলেন হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হক সায়েম ও হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ,উপজেলা সহকারী কমিশনা ভূমি তানভীর আহমেদ ,হালুয়াঘাট পৌরসভার মেয়র খাইরুল আলম ভূঁইয়া , উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা একাডেমী সুপার ভাইজার সাইফুল ইসলাম প্রমুখ।
হালুয়াঘাট উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে উপজেলার ভূমিহীনদের গৃহনির্মাণ কর্মসূচির আওতায় হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়নের আকনপাড়া ও গোবরাকুড়া, ধুরাইল ইউনিয়নের পাবিয়াজুরী,মোকামিয়া,কৈচাপুর ইউনিয়নের নৈয়ারীকুড়া, নড়াইল ইউনিয়নের গোপীনগর, গাজিরভিটা ইউনিয়নের গাবরাখালী গ্রামে ভূমিহীন ও গৃহহীন ১০০ পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার পেল ২ শতক জায়গা ও ২ কক্ষ বিশিষ্ট ঘর।