জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী কতর্ৃক ভূমিহীন ও গৃহহীন ৬৬ হাজার ১শত ৮৯ টি পরিবার কে ভূমি ও একক গৃহ প্রদানের অংশ হিসাবে সিরাজগঞ্জের রায়গঞ্জে ১শ টি পরিবারের মাঝে ভূমি ও ঘরের মালিকানা হস্তান্তর করা হয়েছে।
সকাল ১০.৩০টায় ভিডিও কনফান্সের মাধ্যমে মুজিব বর্ষের উপহার হিসাবে প্রধান মন্ত্রী শেখ হাসিনা উক্ত অুনষ্ঠানের শুভ উদ্ধোধন করেন।
এরই ধারা বাহিকতায় রায়গঞ্জ উপজেলা প্রসাশন কতর্ৃক অডিটোরিয়ামে দলিল হস্তান্তর করেন রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা নিবার্হী অফিসার মোঃ রাজিবুল আলম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল মোঃ ইমরান রহমান, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম।
এ সময় অনান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নৃস্কৃতি রানী দাস,উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী,সহ সকল নিবার্চিত জন প্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকতার্,রায়গঞ্জে কর্মরত সাংবাদিক গন উপস্থিত ছিলেন।