চাঁপাইনবাবগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩১৯ টি গৃহ উদ্বোধন করছেন। শনিবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টাই সদর উপজেলার বালিয়াডাঙ্গা উনিয়নের সল্লা পাড়ায় গৃহগুলো উদ্বোধন করা হয়।
লাল-সবুজের স্বপ্নের নীড়ে আছে ২টি ঘর, একটি রান্না ঘর’সহ টয়লেট। জেলার সদর উপজেলাতে ১৩০টি, শিবগঞ্জে ৭৩৭টি, গোমস্তাপুরে ৯৫টি, নাচোলে ২০০টি এবং ভোলাহাটে ১৭৫টি গৃহহীন ঠাঁই পেয়েছে মুজিব-বর্ষের শেখ হাসিনার উপহার স্বরুপ।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির উজ-জামান, সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খাঁন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার, সদর উপজেলা ভূমি অফিসার আমিনুর রহমান, শিবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ডাঃ সামিউল ইসলাম শিমুল, চাঁপাইনবাবগঞ্জ সংরক্ষিত আসনের মহিলা সাংসদ ফেরদৌসি ইসলাম জেসি, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মইনউদ্দিন মন্ডল।
স্বপ্নের নীড় উদ্বোধনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল ওদুদ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, জেলা যুবগীলের সভাপতি সামিউল হক লিটন, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার প্রমুখ।
এ ছাড়াও জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে কর্মকর্তা এবং জেলার রাজনৈতিক ব্যক্তি’সহ উপকারভোগীবৃন্দরাও উপস্থিত ছিলেন।