দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন র্যাপিড এ্যাকশান ব্যাটলিয়ান (র্যাব)। এর’ই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশনিক দল রবিবার (২৪শে জানুয়ারী) ২০২১ ইং তারিখ রাত্রি পনে ১০ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অপারেশনটি, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বাইপাস গোলচত্ত্বরস্থ বিসমিল্লাহ ফিলিং ষ্টেশনের সামনে পরিচালনা করে কোটি টাকা মূল্যের হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার পূর্বক দু’জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন। অভিযানে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের কাছে থেকে যথাক্রমে, (ক) ০১ কেজি ৩০ গ্রাম হেরোইন, (খ) ২৮ বোতল ফেন্সিডিল, (গ) ০২ টি মোবাইল ফোন, (ঘ) ০৩ টি সীমকার্ড, (ঙ) ০১ টি মেমোরীকার্ড, (চ) ০১ টি পিকআপ, (ছ) ০১ সেট যানবাহন নথিপত্র জব্দ করা হয়।
অভিযানে গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, ১। মোঃ রবিউল ইসলাম (৪৫), পিতা- মৃত সেকান্দার আলী, সাং- নুরুল্লাপুর, থানা- লালপুর, জেলা- নাটোর, ২। মোঃ টিপু সলতান (৪০), পিতা- মৃত মইনুল, সাং- বাদুরিয়া, থানা- চারঘাট, জেলা- রাজশাহী। ধৃত আসামীদ্বয় উক্ত মাদকদ্রব্য হেরোইন এবং ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া নাটোর জেলার উদ্দেশ্যে যাইতেছিল। পথিমধ্যে র্যাবের অভিযানিক দল তাদেরকে আটক করেন।
উক্ত মাদক কারবারিদের গ্রেফতার পরবর্তী সময়ে র্যাব কতৃক প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারিদ্বয় তাদের কাছে থাকা জব্দকৃত আলামত বিপুল পরিমাণ হেরোইন ও ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছে বলিয়া উপস্থিত সাক্ষীগণের সম্মুখে স্বীকার করে জবানবন্দি প্রদান করে। উপরোক্ত ঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, চলমান বিরতিহীন অভিযানে উপরোক্ত মাদকদ্রব্য বিপুল পরিমাণ হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার’সহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প থেকে রবিবার দিবাগত-রাতে অর্থাৎ সোমবার (২৫শে জানুয়ারী) ২০২১ ইং রাত্রি ১টা ৩২ মিনিটের দিকে ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করেছেন র্যাব।