আসছে আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে রফিকুল ইসলাম নেহার এর মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে।
সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসে এ মনোনয়ন পত্র জমা দেয়া হয়। কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম নেহার এ তথ্য নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলাম নেহার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২ নং ওয়ার্ডের দুই-দুইবারের নির্বাচিত কাউন্সিলর। এছাড়াও তিনি শহর আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ ফেব্রুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি।