আসছে আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত ৮৪জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এরমধ্যে মেয়র পদে ৬জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫জন ও সাধারণ কাউন্সিলর পদে ৬৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা নির্বাচন অফিসে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থক নিয়ে মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নায়ার কবির মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার’সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
এরপরই মনোনয়ন পত্র জমা দিতে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মেয়র প্রার্থী জহিরুল হক খোকন। তার সাথে ছিলেন জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি’সহ দলীয় নেতাকর্মীগণ।
পরে স্বতন্ত্র প্রার্থী হাজী মাহমুদুল হক ভূইয়া, স্বতন্ত্র প্রার্থী আব্দুল করিম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নজরুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশের আব্দুল মালেক মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেন।
এছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫জন ও সাধারণ কাউন্সিলর পদে ৬৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় সকল প্রার্থীর মনোনয়ন পত্র গ্রহন করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান।
আগামীকাল ৪ ফেব্রুয়ারী প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন ১১ফেব্রুয়ারী। ২৮ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।