আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন বি,এসসির দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে।
প্রার্থীর প্রচারণায় মুখর হয়ে উঠেছে উপজেলার পাড়া-মহল্লা, হোটেল-রোস্তোরা ও চায়ের দোকান। সম্ভাব্য প্রার্থী হেলাল উদ্দিন বি,এসসি ভোট ও দোয়া নিতে ছুটছে ভোটারদের দ্বারে দ্বারে।
আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার উমারপুর ইউনিয়নের আ.লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক নাগরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক,উমারপুর ইউনিয়ন ছাত্রলীগের কায্যকারী সদস্য,উমারপুর ইউনিয়ন আ’লীগের সাবেক (ভা:) সম্পাদক ,বর্তমান ইউনিয়ন আ’লীগের নির্বাচিত সফল সাধারণ সম্পাদক ও পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ত্যাগী ,কর্মীবান্ধব নেতা হেলাল উদ্দিন বি,এসসি
আ.লীগের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী সমাবেশ করেছেন।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের,যুবলীগের ও আ’লীগের নেতৃবৃন্দ ৷
বক্তারা আসন্ন ইউপি নির্বাচনে উমারপুর ইউনিয়নের চেয়ারমান প্রার্থী হেলাল উদ্দিন বি,এসসিকে আ.লীগ দলীয় মনোনয়ন দেওয়ার দাবী জানান।
শুধু উমারপুর ইউনিয়নে নয়, উপজেলার ৭টি ইউনিয়নেই সম্ভাব্য প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। অনেক প্রার্থী নানা রংয়ের ব্যানার পোস্টারের মাধ্যমে তাদের প্রার্থিতা জানান দিতে ভোটারদের দৃষ্টি আকর্ষণ অব্যাহত রেখেছেন। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানসমূহে তাদের উপস্থিতি লক্ষণীয়ভাবে বেড়েছে।