‘রক্তের গ্রুপ জানুন,প্রয়োজনের সময় জীবন বাঁচাতে সাহায্য করুন’ এ স্লোগানকে সামনে রেখে রক্তের বাঁধন বাংলাদেশ(RBB) উদ্যোগে পূর্ব ছিলোনীয়া ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রক্তের বাঁধন বাংলাদেশ(RBB) নামে সামাজিক সংগঠনের উদ্যোগে শুক্রবার ৫ ই ফেব্রুয়ারি ২০২১ইং তারিখে সকাল ১১টা থেকে সন্ধ্যা ০৭:৩০ মিনিট পর্যন্ত।পূর্ব ছিলোনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রঙ্গনে ক্রিকেট টুর্নামেন্ট খেলার মধ্যে একটি দোকানের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিনামূল্যে পাঁচ শতাধিক মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
রক্তের বাঁধন বাংলাদেশ(RBB) সামাজিক সংগঠনের সভাপতি বেলাল হোসেন বাবলুর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন ফেনী দৈনিক সাহসী মুক্তচিন্তা পত্রিকার সাংবাদিক আবদুল্লাহ আল রাফি কায়সার।
রক্তের বাঁধন বাংলাদেশ(RBB) সামাজিক সংগঠনে সেচ্ছাসেবী উপস্থিত ছিলেন-১০নং ছনুয়া ইউনিয়ন থেকে আগত সম্মানিত সেচ্ছাসেবী জাবেদ হোসেন দাউদ,১২ নং ফাজিলপুর ইউনিয়ন থেকে আগত সম্মানিত সেচ্ছাসেবী ও আল আমিন ফার্মেসীর পরিচালক আব্দুল্লাহ আল মারুফ,১২ নং ফাজিলপুর ইউনিয়ন থেকে আগত সম্মানিত সেচ্ছাসেবী মোহাম্মদ ফিরোজ খান।
রক্তের বাঁধন বাংলাদেশ(RBB) সংগঠনে যোগদেন ফেনী পরশুরাম থেকে আগত সম্মানিত একটিভ সেচ্ছাসেবী রক্তের বাঁধন ফেনী সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম রিফাতসহ আরো অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।