তোমায় নিয়ে কবিতা কখনো লিখিনি।
তোমার ‘আলোয়’ নিজেকে কখনো দেখিনি।
থেকেছি হামেশা ‘আলেয়ার’ মাঝে মগ্ন।
আমায় ক্ষমা করো প্রভু! আমি যে বড় কৃতঘ্ন।
তোমার স্মরণে রাত্রি কখনো জাগিনি।
তোমার সমীপে মস্তকও কভু রাখিনি।
রাত কেটেছে,থেকেছি “চাঁদে”(!) মগ্ন।
আমায় ক্ষমা করো প্রভু! আমি যে বড় কৃতঘ্ন।
তোমায় কখনো প্রেম নিবেদন করিনি।
শব্দে তোমার প্রেমের মালাও গাঁথিনি।
বুঝিনি তুমি কত দয়ালু মেহেরবান।
আমায় ক্ষমা করো প্রভু! আমি যে বড় নাফরমান।
নীরবে নিভৃতে তোমায় কখনো ডাকিনি।
নিজেকে তোমার ভালোবাসাতেও মাখিনি।
জপে গিয়েছি মেহেরজান! ও মেহেরজান!
আমার ক্ষমা করো প্রভু! আমি যে নাফরমান।