ফেনীর সোনাগাজীতে দৈনিক ইত্তেফাকের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শরিয়ত উল্যাহর ওপর স্থানীয় যুবলীগ নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)।
মঙ্গলবার ইবিসাসের সভাপতি হুমায়ুন কবির জীবন ও সাধারণ সম্পাদক ইরফান মাহমুদ রানা এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, জমিজমা সংক্রান্ত বিরােধের জের ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষার্থী ও সাংবাদিকের উপর হামলা খুবই দুঃখজনক। আমরা এ ন্যাক্কারজনক হামলার ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। অন্যথায় দেশের সকল ক্যাম্পাস সাংবাদিকদের সাথে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।
উল্লেখ্য, প্রতিবেশীর সঙ্গে জমিজমা নিয়ে বিরােধকে কেন্দ্র করে শরিয়ত উল্যাহর পরিবারের কাছে চাঁদা দাবি করে প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত সােমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে সােনাপুর বাজারে তাকে মারধর করে। এ সময় যুবলীগ নেতা ফরহাদের নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।