দুষিত দেহ, কলুষিত মন
দাবী করি-আমি মুসলিম
ইহদিনা, ইয়া রাব্বানা!
ইহদিনা সিরাতাল মুস্তাকীম।
করি শত পাপ, নেই অনুতাপ
যালিম আমি তুমি তো রাহীম
ইহদিনা, ইয়া রাব্বানা!
ইহদিনা সিরাতাল মুস্তাকীম।
মনের ধোকা, বনেছি বোকা
সুবোধের দাও গো তা’লীম
ইহদিনা, ইয়া রাব্বানা!
ইহদিনা সিরাতাল মুস্তাকীম।
দুয়ার তোমার, দয়ার আধার
সাকিম আমি তুমি তো হাকিম
ইহদিনা, ইয়া রাব্বানা!
ইহদিনা সিরাতাল মুস্তাকীম।