পড়াশোনার পাশাপাশি বাবা-মার অনুপ্রেরণা নিয়ে সময় পেলেই সমাজের অবহেলিত মানুষদের কল্যাণে স্বেচ্ছাসেবক হিসেবে রক্তদান সহ নানাভাবে ভূমিকা রাখার পাশাপাশি তাদের বাস্তবমুখী চিত্র তুলে ধরে কবিতা লিখেন রবিন।
সেই লিখনির আলোকে ১০ ফেব্রুয়ারি বুধবার ফেসবুকে তরুণ এবং উদীয়মান লেখক আমির হামজা রবিনের বাস্তবতা নিয়ে একটি কবিতা পাঠকদের দৃষ্টিপটে আনার লক্ষ্যে হুবহু তুলে ধরা।
মেঘনা নদীর তীরে আছে অনেক জেলে পাড়া
মাছ ধরার পর ঘর সংসার সামলে রাখে তাঁরা।
দিবানিশি নদীর বাঁকে নৌকাতে জাল ফেলে
রসনা বিলাস স্বাদে ভরা ইলিশ ধরে জেলে।
পাড়ে এসে জেলে ভাইয়েরা বসলে দোকান পাটে
গ্রাম সর্দার মোড়লরা সব তাঁদের দেখে ফাটে।
হায়রে হায় সাহস কতো,
ওঁরা কেন আসবে?
মাছের গন্ধ নিয়ে কেনো মোড়ল ঘেঁষে বসবে!
শরীর-গন্ধে মোড়ল-বেটা বসতে চায় না পাশে
তাজা মাছের ঝুড়ি দেখলে জলদি নিতে আসে।
অতিথি এলে ইলিশ খুঁজে কোথায় আছে জেলে
মোড়ল বেটা বেজায় খুশি বড় ইলিশ দিলে।
সবার মতো জেলেও মানুষ তাঁদের বাসো ভালো
বৈষম্যের সমাজ ভেঙে চুরে জ্বালো রবির আলো।