শিবগঞ্জে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রার্থী সৈয়দ মনিরুল ইসলামের পক্ষে বিশাল পথসভা
রুহুল আমীন খন্দকার, স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়:
বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
৮৫
বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকার মেয়র পদপ্রার্থী সৈয়দ মনিরুল ইসলামের পক্ষে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) ২০২১ ইং বিকেলে শিবগঞ্জ পৌরসভার নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল। সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ বিশ্বাস।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান জিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদের, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল। এতে বক্তা ছিলেন, নৌকার মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম।
বক্তারা বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারী আপনারা আপনাদের নিকট আত্মীয়-স্বজনদের নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করে নৌকাকে জয়যুক্ত করুন। শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকার বিকল্প নেই।