সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাই মাষ্টারের একমাত্র পুত্র চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনিয়ন কমিউনিটি মেডিক্যাল অফিসার এস এম আব্দুল্লাহ আল মামুনের ৩৫ তম শুভ জন্মদিন কেক কেটে পালিত হয়।
এ সময় চৌহালী উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও স্থানীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলের একান্ত সচিব মোঃ তাজ উদ্দিন আহমেদ তাজ , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর ফিরোজ ও ডা: আব্দুল আজিজ উপস্থিত ছিলেন ৷ডা: এস এম আব্দুল্লাহ আল মামুন বলেন,দীর্ঘদিন যাবত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি ৷আর যতদিন বেঁচে থাকব মানুষের কল্যাণেই কাজ করব ৷
পরে এক মনোরম পরিবেশে কেক কর্তনের মধ্যে দিয়ে এস এম মামুনের জন্মদিন পালন হয় ৷ তিনি বিবাহিত জীবনে দুই সন্তানের জনক বড় পত্র সাধ ও ছোট ছেলে সোয়াধ ৷ অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয় ৷