শহীদুল ইসলাম মামুনঃ
সাপ্তাহিক ছুটির দিন শনিবার,কি রবিবার, নেই কোনো ব্যবধান, কর্মদিবসের বাহিরেও স্বেচ্ছায় প্রবাসী বাংলাদেশীদের সহজে ও দ্রুত সময়ে
সেবা দিয়ে যাচ্ছেন ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব শেখ ছালেহ আহমদ।
করোনার মহামারীতে সম্পূর্ণ লকডাউনের মধ্যেও প্রবাসী বাংলাদেশীদের সহজে ও দ্রুত সেবা নিশ্চিত করার লক্ষে ইতালিস্হ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তাগন যথারীতি নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন অবিরত।
পাসপোর্ট নিতে আসা প্রবাসীদের সহজে ও দ্রুত সময়ে সেবা পৌঁছে দিতে, সাপ্তাহিক কর্মদিবসের বাহিরেও ফেনীর এ কৃতি সন্তান ইতালীস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব )
শেখ ছালেহ আহমদ সেবা দিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, ইতালির বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীর বাংলাদেশিদের সহজে ও দ্রুত সেবা পৌছে দিতে ইতালিস্হ বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলারগন সারাক্ষণ নিয়োজিত রয়েছে।
এ ছাড়াও তিনি সকল ইতালি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনারা দালালমুক্ত হয়ে নিজ দায়িত্বে অনলাইনেবা ই-মেইলের মাধ্যমে এপয়েন্টমেন্ট সংগ্রহ করুন। যাদের পাসপোর্ট দূতাবাসের ওয়েবসাইট ও ফেইসবুকে প্রচারিত হয়ে প্রস্তুত পাসপোর্টের তালিকায় নাম চলে আসছে তাদেরকে ছুটির দিন শনি ও রবিবারসহ যেকোন দিন যেকোনো সময় দূতাবাস থেকে পাসপোর্ট সংগ্রহ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
বিশেষ করে অনলাইনে ও ইমেইল এর মাধ্যমে সহজ পদ্ধতিতে এপয়েন্টমেন্ট চালু করায় এবং সকল স্তরের কর্মকর্তা/স্টাফদের সুন্দর আচরণ, ওদ্রুত সেবা প্রদান করায়, কাজের পরিবেশকে আরো সুন্দর করার উদ্যোগ নেয়ায়, ইতালীর প্রবাসী বাংলাদেশিরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ফেনীর এ কৃতি সন্তান বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব )
শেখ ছালেহ আহমদ সহ দূতাবাসের সকল কর্মকর্তা ও স্টাফদের।
ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা জানান, করোনার মহামারীর মধ্যেও, ফেনীর কৃতি সন্তান দূতাবাসের প্রথম সচিব শেখ সালেহ আহমেদ স্যার প্রতিনিয়ত আমাদের খোঁজ খবর নিচ্ছেন সবসময় সর্বদা।
ইতালি প্রবাসী বাংলাদেশিরা আরও জানান যে, যেকোনো সমস্যা নিয়ে আমরা যখন ওনার কাছে যায়, তখন দ্রুত গতিতে ওনি উল্লেখিত সমস্যা সমাধানের জন্য চেষ্টা করেন। এবং সর্বোত্তক সহায়তা মূলক পরামর্শ দিয়ে তিনি সকলকে সহযোগিতা করেন।।
ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব
(স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ) শেখ ছালেহ আহমদ ফেনী জেলার জন্য গৌরব, সোনাগাজী উপজেলার অহংকার বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র।
সকলের দোয়া এবং ভালোবাসার মাধ্যমে তিনি প্রবাসী বাংলাদেশীদের সর্বোচ্চ অধিকার বাস্তবায়নের মাধ্যমে নিজের উপর অর্পিত দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের দোয়া চেয়েছেন।