শুক্র-শনি সব দিনেই হোক শুধুই তোমার ছুটি
প্রণয় দেখে বিশ্ববাসী বলুক শ্রেষ্ঠ জুটি,
আমি কেবল ছুটতে থাকি ব্যস্ত শহরের গলিতে
তুমি না হয় আটকে দিও অভিমানের তুলিতে।
প্রিয়া তোমার চোখের তারায় দেখেছি আমার সুখ
না দেখিলেই হঠাৎ বাড়ে নাম-না-জানা অসুখ,
এই জীবনে তুমি কেবল বেঁচে থাকার মন্ত্র
তোমার প্রেরণায় মঙ্গলে যাব বৃহস্পতি ও খেলনা।
নিন্দুকেরা বলিবে দেখে পাগলামি ছাড়া কিছু নয়
প্রতারক দল হেসে খুন হবে বলিবে হবে না জয়,
জয় পরাজয় ঠিক করিতে বাসিনি ভালো তোমাকে
অনুভূতিগুলো লালন করিতে জড়িয়ে ধরেছি বুকেতে।
অর্থবিত্ত, উঁচু-নিচু, জাত বেজাত কি বুঝিনা
তোমাকে ছাড়া অন্য কিছু এই জীবনে দেখি না,
সকল আদেশ মানতে রাজি তোমাকে পাওয়ার শর্তে
তুমি ছাড়া এই জীবনটা পৌঁছে যাবে গর্তে।
এখন সবাই অন্ধ বলবে বিবেক হারিয়েছি জানি
তোমাকে ছাড়া নীতির বস্তা রাখবো কোথায় আমি,
পাপ করিনি ভালোবেসেছি ভালোবাসতে চাই আরও
প্রতিটি দিবসে আমার স্মৃতি হবে না অন্য কারো।