“সাম্যের পতাকা”
প্রতিবেদকের নাম
-
প্রকাশের সময়:
বুধবার, ৭ এপ্রিল, ২০২১
-
১১১
বার পঠিত
সাম্যের পতাকা
_মুহাম্মদ দিদারুল ইসলাম
মা ও মাটির টানে এই দেশে বারবার থাকতে ইচ্ছে করে
মাটির উপরে বিচরণ করা কিছু হিংস্র ভয়ঙ্কর প্রাণী
শুধুমাত্র অর্থের জন্য কিছু অধিকারের কথা বলার জন্য
শেকড় উপড়ে ফেলে লাঞ্ছিত করে বানিয়ে দিল যাযাবর।
আমি এখন জলে ভাসি, আকাশে উড়ে বেড়াই
বন বাদাড়ে ঘুরি ফিরি,খুঁজে বেড়াই আমার সঙ্গীদের,
যাদের ঠিক আমার মতন করে উপড়ে ফেলা হয়েছিল
একদিন তাদের সবাইকে সঙ্গে নিয়ে গড়ে তুলবো একটি স্বদেশ।
আমি এখন মহাসমুদ্রে ভাসি, সাগরের গর্জন শুনে বাঁচি
ঘুরে বেড়াই শেওলা হয়ে, উড়ে বেড়াই বাজপাখি হয়ে,
আমার আক্ষেপে ভরা তীক্ষ্ণ দৃষ্টি এবং ধারালো থাবা প্রস্তুত
সুযোগ বুঝে নিজের জীবনের বিনিময়ে হলেও রক্ষা করবো মা’কে।
আমার স্বাধীন ভূখণ্ডের আকাশে পতপত করে উড়বে
সাম্যের পতাকা
আমার স্বাধীন রাষ্ট্রে অপরাধী হলে আমার হবে প্রথম মৃত্যুদণ্ড,
আমার স্বপ্ন রাষ্ট্রে রয়েছে বাক স্বাধীনতা, রয়েছে শ্রমিকের ন্যায্য অধিকার
স্বাধীনতা নামের পরাধীনতার রাষ্ট্রকে তাই দমে দমে দিচ্ছি ধিক্কার।
লেখক-মুহাম্মদ দিদারুল ইসলাম

কবি ও সাংবাদিক
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...
এ জাতীয় আরো খবর...