যদি ফিরে না আসি কোনো এক কাক ডাকা ভোরে
যদি ঘুম না ভাঙে আর কখনো কাকের কাঁ কাঁ সুরে
তবে ভেবে নিও,
আমি আছি তোমাদের থেকে অনেক মাইল দূরে।
যদি তোমাদের শীতল দেহে কখনো না জাগে কামনা
যদি নিষ্ঠুর পৃথিবীর বুকে সুপ্ত রয়ে যায় বাসনা
তবে ভেবে নিও,
অভিমানী আমি আজ তোমাদের খুব অচেনা।
যদি বেলা শেষে আনমনে সময় না দেখ কোনোদিন
যদি স্বেচ্ছাচারিতা কখনো তোমাদের করে পরাধীন
তবে ভেবে নিও,
আমার প্রাণ আজ তোমাদের বিরহে মলিন।
যদি শরৎতের আকাশে কখনো কালো মেঘ করে খেলা
যদি আশায় আশায় কোনদিন কাটে তোমাদের বেলা
তবে ভেবে নিও,
নীলাকাশে আজ জমেছে দুঃখ-তারার মেলা।
যদি রাতের তারারা হঠাৎ কখনো ঠায় দাড়িয়ে রয়
যদি আঁধার শেষে ভরা পূর্নিমা উদয় আর না হয়
তবে ভেবে নিও,
আমার উঠোনে বারো মাস; অমাবস্যা হয়।
যদি বর্ষার নদীতে আর কখনো ঢেউ ফুঁসে না উঠে
যদি কলসী কাখে নববধু আর না যায় দূরের ঘাটে
তবে ভেবে নিও,
আমিও আজ বের হইনি ঘুড়ি-নাটাই হাতে মাঠে।
যদি মেঘে মেঘে কোনদিন রক্তিম সূর্য না হয় আর দেখা
যদি হেমন্তের মাঠে কোকিলের সুরে গান না হয় শেখা
তবে ভেবে নিও,
মেঘের মত আমার মন আজ মৌনতায় ঢাকা।
যদি বেলা শেষে কোনদিন পাখিরা না ফিরে আর নীড়ে
যদি বিষন্নতায় সারাবেলা তোমাদের রাখে যতনে ঘিরে
তবে ভেবে নিও,
আমিও আসিনি আর অবেলায় তোমাদের মাঝে ফিরে,হ্যাঁ এটাই আমি