ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে তিনটা দিকে উপজেলার কুট্টাপাড়া মোড় এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার কুট্টাপাড়া মোড় এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, তার পোশাকে মনে হচ্ছে ভবঘুরে ছিলেন। তার শরীরের কোথাও কোনও আঘাতের চিহ্ন নেই। মনে হচ্ছে স্বাভাবিক মৃত্যুই হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।