সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় ২০০ জন পাট চাষীর মাঝে বীজ ও সার বিতরণ করেছেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকালে পৌরসভা চত্বরে পাট অধিদপ্তরের উদ্যােগে পাট চাষীদের হাতে সার ও বীজ তুলে দেয়া হয়।প্রতি জনকে ১কেজি পাটের বীজ ৫ কেজি ইউরিয়া ৩ কেজি পটাশ দেয়া হয়েছে।
এ সময় সচিব আব্দুল ওহাব,প্রশাসনিক কর্মকর্তা বুলবুল আহম্মেদ প্যানেল মেয়র ইকবাল রানা,কাউন্সিল ফজলুল হক ফজল,মাহবুবুল আজাদ তারেক,হাজী হাফিজুল ইসলাম, ইসমাইল হোসেন,মহিলা কাউন্সিলার র্স্বণা পারভিন,যুবলীগ নেতা ফারুক সরকারসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com