পঞ্চগড়ের আটোয়ারীতে গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। আত্মহত্যার ঘটনাটি ঘটেছে উপজেলার তোড়িয়া ইউনিয়নের দক্ষিণ ছেপড়াঝাড় গ্রামের গোল চক্কর এলাকায়।
দক্ষিণ ছেপড়াঝার গ্রামের কৃষক মোঃ তসলিম উদ্দীন (দানেশ) এর কন্যা কাটালী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী মোছাঃ সোনিয়া আক্তার(আঞ্জু) (১৪) মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল প্রায় ৯টার দিকে তার শয়ন ঘরে ছাগল বাধা রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার কারন জানা যায়নি।
তবে প্রতিবেশীরা জানান, স্কুল ছাত্রী সোনিয়া আক্তার (আঞ্জু) কয়েকদিন ধরে জ্বর সহ অন্যান্য রোগে অসুস্থ্য ছিল। তার বাবা- মা মাঠে কাজ করতে গেলে আঞ্জু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রঞ্জু আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয়েছি।
আত্মহত্যার কোন কারন তাৎক্ষনিক জানতে না পেরে সোনিয়া আক্তার(আঞ্জু)র মরদেহ ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে পাঠানো হয়েছে।
এব্যাপারে আটোয়ারী থানায় একটি ইউডি মামলা হয়েছে। মামলা নং-০৪, তারিখ: ২৭/ ০৪/২০২১ইং। ফাঁস লাগিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ও ইউডি মামলার বিষয়টি আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন নিশ্চিত করেছেন।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com