মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

পঞ্চগড়ে বারুনী মেলার উদ্বোধন

হিন্দু সম্প্রদায়ের উৎসব বারুণী স্নান উপলক্ষে আজ শনিবার (১৮ মার্চ ) বিকেলে পঞ্চগড় জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারিতে বারুনী মেলার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন।

উত্তরাঞ্চলসহ সারা দেশের কয়েক লাখ হিন্দু সম্প্রদায়ের পূণ্যার্থী ও সাধু সন্ন্যাসী নিজেকে পাপমুক্ত করা ও পূণ্যতার আশায় পঞ্চগড়ের করতোয়া নদীর উত্তরমুখী স্রোতে ব্রিটিশ আমল থেকেই চৈত্রের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে প্রতি বছর পঞ্চগড়ের করতোয়া নদীর উত্তরমুখী স্রোতে এই গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়।প্রতি বছর স্থানীয় গঙ্গা মন্দির কমিটি বারুনী স্নান উৎসবের আয়োজন করেন।

রবিবার সূর্যোদয়ের পর থেকেই জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারি করতোয়া নদীতে এই স্নান উৎসব শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বোয়ালমারী বারুনী, শ্রীশ্রী পঞ্জা মন্দিরের সভাপতি, বাবু পরেশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে এবং নিরঞ্জনের সঞ্চালনায়ঃ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি, ও রেলপথ মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী , এ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা পি.পি.এম, অতিরিক্ত জেলা প্রশাসক এবং বোদা উপজেলা নির্বাহী অফিসার সহ এসময় আরও উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিপেন চন্দ্র রায়, বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আলম টবি, সাবেক মেয়র ও বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: মোঃ ওয়াহিদুজ্জামান সুজা, বোদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর সহ উপজেলা ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 9 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x