কুষ্টিয়ার কুমারখালী থানায় পুলিশ হাজতে এক চিত্রসাংবাদিককে চোখ বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।বুধবার (২৮ এপ্রিল) দুপরে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ওই চিত্রসাংবাদিকের নাম নাজমুস হাসিব। বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার ক্যামেরাপার্সন হিসেবে কুষ্টিয়ায় কর্মরত তিনি।
জানা গেছে, সকালে কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘরমধুয়া গ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় দায়িত্ব পালনকালে এটিএন বাংলার ক্যামেরাপার্সন হাসিবকে আটক করে ডিবি পুলিশ। পরে থানায় নিয়ে গিয়ে চোখ বেঁধে নির্যাতন করেছে পুলিশ।
নাজমুস হাসিব জানান, দায়িত্ব পালনকালে তাকে শালঘর মধুয়া থেকে ডিবি পুলিশ আটক করে কুমারখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। থানা পুলিশ তাকে গাড়িতে উঠিয়েই নির্যাতন শুরু করে। পরবর্তীতে থানায় নিয়ে আসার পর একটি রুমে
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com