মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নান্দাইল মডেল থানা কর্মরত এসআই (নিরস্ত্র) মো.নাজিম উদ্দিন (৪১) শুক্রবার (৩০ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মৃত্যুবরন করেন।
মো. নাজিম উদ্দিন শেরপুর জেলার নকলা থানার ছাতুগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন।
জানাযায়, মো.নাজিম উদ্দিন গত ২৭ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসাধীন ছিলেন।পরে অবস্থার অবনতি হলে ৫ এপ্রিল রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ এসআই নাজিম উদ্দিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, তিনি একজন সৎ ও সাহসি পুলিশ কর্মকর্তা ছিলেন তার মৃত্যুতে আমরা মর্মাহত। শেরপুর নকলায় গ্রামের বাড়িতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com