মো.সুমন মৃধা,দুমকি(পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকীতে কৃষকের ক্ষেতের মুগ ডাল তুলে দিল দুমকী উপজেলা ছাত্রলীগ।মহামারী করোনা ভাইরাসের প্রভাব ও ডায়রিয়ায়র প্রকোপ এবং প্রচন্ড গরমে শ্রমিক সংকট থাকায় কৃষকরা জমির পাকা মুগডাল নিয়ে চরম হতাশায় ভুগছিলেন, ঠিক এই সংকটময় পরিস্থিতিতে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সবুজ সিকদারের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন এলাকায় মুগডাল তোলার কাজে ব্যস্ত হয়ে পড়তে দেখা গেছে।
গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর ২ টা থেকে শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত রশিদ মৃধার স্ত্রীর ৪৫ শতাংশ জমির মুগ ডাল তুলে বাড়িতে পৌছে দেন।
মৃত কৃষক রশিদ মৃধার স্ত্রী বলেন , ‘আমি গরিব মানুষ। করোনা পরিস্থিতিতে ডাল তোলার শ্রমিক পাচ্ছিলাম না। ছাত্রলীগের নেতারা আমার ডাল তুলে বাড়িতে পৌছে দিয়ে গেছে। ওদের জন্য প্রানভরে দোয়া করি।
এ প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সবুজ সিকদার বলেন, করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে
দুমকী উপজেলার ছাত্রলীগের ৫০ জন এর একটা টিম ডাল তোলা কর্মসূচিতে অংশ নেয়।
দুমকীর কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। তাই উপজেলার গরিব কৃষকদের ডাল তোলার কাজে সহযোগিতা করতে তাদের এ উদ্যোগ নেয়া।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com