১৮তম রমজান এবং ১লা মে মহান মে দিবস উপলক্ষ্যে সাধারণ শ্রমজীবী মানুষের মাঝে তরমুজ বিতরন করেন বুটেক্স ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ সম্পাদক জাহিদ হাসান জয় চাকলাদার।
১লা মে (শনিবার) বিকেলে শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে এসব তরমুজ বিতরণ করা হয়।
এসময় উপস্হিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা আ.লীগের সভাপতি ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল্লাহ সফি, ওসি বিপ্লব কিশোর শীল, বুটেক্স ছাত্রলীগ কর্মী সাকিব আহমেদ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ছাত্রলীগ নেতা জয়ের এমন মহৎ উদ্দ্যেগকে স্বাগত জানিয়েছে উপস্হিত নেতৃবৃন্দ।
এছাড়াও পুরো রমজান জুড়ে বুটেক্স ছাত্রলীগের এ নেতাকে ঢাকার হাইকোর্ট,রমনা,কাওরান বাজার,সোহরাওয়ার্দী উদ্দ্যান, বনানী সহ বিভিন্ন এলাকায় অসহায় দরিদ্র রোজাদারদের মাঝে তরমুজ,আনারস,পেঁপে সহ নানা মৌসুমী ফল বিতরণ করতে দেখা গেছে।
উল্লেখ্য চলমান মহামারি করোনাতেও ব্যক্তি উদ্দ্যেগে ২৫০০ হ্যান্ড স্যানিটাইজারও বিতরন করেছেন তিনি।এছাড়াও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে অর্থ সহায়তাও চলমান রেখেছে এ মহামারীতে।
জাহিদ হাসান জয় চাকলাদার বলেন- রাজনীতিতে এসেছি জনসেবায় নিজেকে সম্পৃক্ত করতে,নিজের দায়িত্ববোধ থেকেই মানুষের জন্য কিছু করার চেষ্টা করি।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com