বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বাঁশখালীর উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা চকরিয়াখালীর ছাত্রদের সামাজিক সংগঠন ‘দীপ্ত তরুণ ছাত্র সংসদ’। এই সংগঠনের উদ্যোগে প্রাথমিকভাবে এলাকার গরিব-অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
শনিবার (১ মে) মধ্যরাতে উপযুক্ত ব্যক্তিদের দ্বারে দ্বারে এ ইফতার সামগ্রিকভাবে পৌঁছে দেয়া হয়। ২৫ পরিবারের মাঝে ১০-১২ পদের খাদ্যসামগ্রী কোন ফটোসেশন ছাড়াই প্রকৃত গরীবদের হাতে তুলে দেন সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে দীপ্ত তরুণ ছাত্র সংসদ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক, সামাজিক সচেতনতামূলক এবং এলাকার অনুন্নয়নের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে চকরিয়াখালীসহ আশপাশের এলাকার উন্নয়নে কাজ করে আসছে।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com