বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে কুকুরের টিকাদান (এম ডি ভি) কার্যক্রম এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে আগামী ৬ মে থেকে ১০ মে পর্যন্ত ফুলবাড়ী উপজেলার পৌর এলাকাসহ সাতটি ইউনিয়নে কুকুরকে টিকাদান (এম ডি ভি) কার্যক্রম চলবে এর অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মশিউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌর মেয়র মো: মাহমুদ আলম লিটন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,ইউপি চেয়ারম্যান মো: মানিক রতন,ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ মো: আব্দুল কুদ্দুস,ইউপি চেয়ারম্যান মো: আবু তাহের মন্ডল,ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো: মাহামুদুল হাসান প্রমুখ।
এর আগে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ফুলবাড়ী উপজেলায় কুকুরের টিকাদান (এম ডি ভি) কার্যক্রম এর বিষয়ে বিস্তারিত আলোচনা করে বক্তব্য রাখেন (এমডিভি) রোগ নিয়ন্ত্রন শাখা (ঢাকা) সুপারভাইজার মো: শফিকুল ইসলাম।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com