চাঁদপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী ও মুসল্লীদের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মতলব দক্ষিণে দোয়া অনুষ্ঠিত হয়।
(৩ মে) সোমবার বাদ আছর মতলব পৌরসভার আদর্শ স্কুল মসজিদে সাধারণ মুসল্লী ও বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্রদল ঢাবি শাখার সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,সোমবার (৩ মে) করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com