করোনাভাইরাস পরিস্থিতিতে ভার্চুয়াল শুনানি নিয়ে ১৫ কার্যদিবসে পটুয়াখালীর দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১৯ জন কারাবন্দি আসামিকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত। সোমবার (৩মে) প্রযন্ত ভার্চুয়াল শুনানিতে এ জামিন দিয়েছেন আদালত।
কোর্ট সূত্রে জানা যায়, ভাচুর্য়াল আদালত শুরু হওয়ার পর ১৫ কার্যদিবসে ৩৬টি মামলায় ভাচুর্য়াল শুনানির মাধ্যমে জিআর ও সিআর মোট ১৯ জন অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এ্যাডভোকেট এনামুল হক রতন বলেন, সাময়িক ভাবে কিছু লোকের উপকার হয় তবে আদালতের অভিযুক্ত আসামীরা আত্মসমর্পণ করতে পারছেনা, মামলার স্বাক্ষি হচ্ছেনাসহ নানা অসুবিধা হচ্ছে।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার মোহাম্মদ আশিকুর রহমান জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে গত ১২ এপ্রিল (সোমবার) থেকে করোনার সংক্রমণ রোধে আদালত ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি আবেদনের শুনানি হচ্ছে।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর সরাসরি জানাতে ই-মেইল করুন নিম্নের ঠিকানায় jamunaprotidin@gmail.com